রাজধানীতে ঈদের ছুটি দুইদিন হওয়া উচিত সেই সাথে রাজধানীর সাথে দেশের সকল জেলার পরিবহন যোগাযোগ বন্দ রাখাটা আরও জরুরী।
হত দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষের হাতে নগদ টাকা স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া সবচেয়ে জরুরী বরং চাল-ডাল না দিয়ে। অনেকে হয় তো ত্রাণের চাল ডাল পাঁচ সাত টাকা কেজিতে বিক্রি দিয়ে তার প্রয়োজনীয় দ্রব্য কিনছে যেমন ঔষধ, অথবা ঋণের টাকা, বাড়ি ভাড়া পরিশোধ করছে।
মুদ্রা স্ফিতি বাড়লেও নগদ টাকার নোট ছাপিয়ে দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষের হাতে নগদ টাকা পৌঁছানো খুব জরুরী, এখনও যারা সুস্থ্য আছে সেইসব সুস্থ্য মানুষকে প্রয়োজন সবার আগে বাঁচানো।
তারিখ: মে ০৭, ২০২০
রেটিং করুনঃ ,