এই করোনা কালে কল কারখানা, অফিস আদালত, হাট বাজার সপিংমল, পরিবহনের সব মাধ্যমগুলি খুলে দিয়ে প্রমাণ করা যেতে পারে অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাসের উনিশ শতকের প্রথমভাগে জনসংখ্যা বিষয়ক তত্বটি কতটুকু সত্য ছিল !!
ম্যালথাসের তত্ত্ব যা ইংরেজিতে Malthusian Theory নামে পরিচিত একটি জনসংখ্যা বিষয়ক তত্ত্ব, যেখানে বলা হয়েছে খাদ্যশস্যের উৎপাদন যখন গাণিতিক হারে বৃদ্ধি পায় তখন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। এই তত্ত্ব অনুসারে স্বাভাবিক নিয়মে জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্যসংকট এমন কী দুর্ভিক্ষ ঘরের দরজায় চলে আসে। এই কারণে ম্যালথাস মনে করতেন যে দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য জন্ম নিয়ন্ত্রণ অপরিহার্য। জন্ম নিয়ন্ত্রণ করা না-গেলে দুর্ভিক্ষের কারণে মানুষ মারা পড়বে তাছাড়াও যে কোন মহামারি, প্রাকৃতিক দূর্যোগের কারণে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে অবশেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারসাম্য আসবে।
করোনার প্রভাব বিস্তার করে ব্যাপক সংক্রামণ ঘটিয়ে উল্লেখযোগ্যভাবে জনসংখ্যা হ্রাস ঘটিয়ে দেশের আয়োতনের তুলনায় জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা যায় কি না !!
তারিখ: মে ০৫, ২০২০ (ফেস-বুক)
রেটিং করুনঃ ,