করোনা কালের বেশ কিছু মাস আগেও শিশু জন্মিয়েছে, গতকালও জন্মিয়েছে, আজও জন্মিয়েছে, আগামীকালও জন্মাবে, ক্রমাগত জন্মাতে থাকবে। খুব একটা আশা ছিল নতুন প্রজন্মের কাছে এ বিশ্বকে তুলে দিয়ে আমাদের বাকি সময়টা ভালোই কাটবে।
কিন্তু সেই শিশুরা আজ পাচ্ছে না স্বাভাবিক জীবন, স্বাভাবিক ভাবে চলার, বড় হওয়ার স্বাধিনতা। জানা নেই এই কারোনা কাল নিয়ে তারা কী ভাবেছে ! সকলের অজান্তে কী মনোজগৎ তারা তৈরী করে ফেলছে। তারা কি বুঝতে শিখেছে করোনা ভাইরাস কী ! সামাজিক দূরুত্ব কী ! কোয়ারেন্টিন, আইসোলেশন, লকডাউন, কী !
” এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ” – কবি সুকান্ত ভট্টাচার্য।
কবি, দুঃখিত তোমার এই দৃঢ় প্রত্যয়, দৃঢ় অঙ্গীকার থমকে আছে আজ সকল নবজাতকের কাছে। হয়তো থমকে থাকবে সামনের আরও কয়েটা বছর।।
তারিখ: মে ০২, ২০২০
রেটিং করুনঃ ,