এখন বেশ বুঝতে পারছি কাজী নজরুল ইসলাস তাঁর বিখ্যাত ” বিদ্রোহী ” কবিতায় কেন লিখেছিলেন এই লাইন দুইটি !
“আমি মহামারী, আমি ভীতি এ ধরীত্রির;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির অধীর।”
কবি মহামারীর আসল রূপ দেখে ও উপলদ্ধি করে তা প্রকাশ করেছিলেন তাঁর কবিতায় আর আমরা সেই মহামারীর রূপ, ছল, তীব্রতা সবই দেখতে শুরু করেছি কেবল মাত্র। সেই সাথে দেখতে শুরু করেছি কী ভাবে এই এ ধরীত্রি ভয়ে ভীতু ! ক্ষমতা ধর রাষ্ট্রগুলি কি ভাবে ধরাশায়ি হচ্ছে এক অদৃশ্য বস্তু কণার কাছে। দূর্বল রাষ্ট্রগুলি আগে থেকেই শোয়া অবস্থায় এখন মাটিতে মিশে যাওয়ার দশা।
তারিখ: এপ্রিল ২১, ২০২০ ( ফেসবুক )
রেটিং করুনঃ ,