আরও গম্ভীর হয়েও না, পৃথিবীটাকে মনে হবে একটি স্থির পাহাড়
বরং বড় চঞ্চল হোয়ে থেকে সারা পৃথিবীটা তখন একটি চঞ্চল বাগান,
আরও দুঃখি হতে চেয়েও না, সারা আকাশটাকে মনে হবে একটি দুঃখি আকাশ
বরং সুখ মুক্তা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীটাকে সুখ মুক্তা মালায় গেঁথে রেখো।।
বিষাদ মনে মেখো না, আঁধারে ঢেকে যাবে এই আলোময় পৃথিবীর চোখ
আনন্দ ধারা মনে মিশায়ে পৃথিবীটাকে গড়ে দিও বর্ণিল রঙিন সাজে,
রুক্ষতা রেখো না মনে, শুষ্কতায় শুকিয়ে যাবে যত তরু লতা বৃক্ষ নদী
বরং সজীবতার প্রফুল্ল ধারায় নিজেকে সাজিয়ে অমৃত্য করো কেবলি দান।
উচ্ছ্বাসে, সুখে আনন্দ ধারায় যখন গড়ে উঠে একটি সুন্দর পৃথিবী
সেই পৃথিবীতে কেবলি তোমাকে মানায় অপরূপ মুখে আর সৌন্দর্য সম্ভারে,
এই পৃথিবী তোমার, গড়ে উঠেছে তোমার একক মালিকানায়।
আর তোমাকে অপলক চোখে শুধু চেয়ে থাকার জন্য আমি।।
তারিখঃ নভেম্বর ২৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,