কিছুই হলো না আজ সারা দিনমান জুড়ে,
একটি কর্ম কাজ! সাফল্যের একটি পা ফেলা!
অথচ নিমিষে দিন ফুরিয়ে রাত হলো!
কয়েকটা লাইনে তোমাকে না লিখে
লিখে মুছে বারবারে উন্নত শব্দ জুটিয়ে
যে সব লাইন মহা প্রেমিক প্রেমিকার জন্য লিখে
তোমার জন্য না লিখে
কি করে ঘুমোতে যাই বলো!
বড় কি পাপ হবে খুনের মত বড় অন্যায়!
যদি না লিখে রাখি গভীর এ রাতে
লাইনের পরে লাইন লিখে।
আকাশ ঢাকা পড়েছে মেঘে
আকাশের চাঁদ, তারা নক্ষত্র যত
আমিও ঢাকা পড়েছি তোমার অনুভূতির ছোঁয়ায়
লিখে যাব আমি রাতকে শেষ করে
আলো দিয়ে আঁধারকে ভাঙ্গা না পর্যন্ত।
হতে পারতো বড় পাপ
খুনের মত বড় অন্যায়! যদি
রাত কেটে কেটে লাইনে লাইনে তোমাকে
না লিখে যেতাম।
এটি আমার নিত্য কর্ম
রাতকে গভীর রাত করা
আর তোমাকে লিখে যাওয়া
ঝর্ণা স্রোত ধারায়।
বিশাল একটি উদার আকাশ তৈরী করে যাওয়া আর
সেখানেই লাইনগুলি খুব যত্নে সন্মানে রাখা।
তারিখঃ নভেম্বর ১৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,