কয়েকটা লাইন লিখে আমার যেন
বড় চিত্র শিল্পটাই আঁকা হলো
রাত ভারী হয়, ভারী হয় আকাশের শব্দ
সেই শব্দ আমার রঙ তুলি
মনের দেওয়ালে এঁকে যাই
তোমার ছবি।
বড় সুখ পাই তখন
পাশে থাকো না তুমি
চারিদিক চুপচাপ।
আমি, গভীর আকাশ, আকাশের শব্দ
এই তিনজনের পরামর্শে
প্রতি রাতে কয়েকটা লাইন লিখে
তোমার ছবি আঁকায় বড় শান্তি পাই আমি।
বুঝতে পারি তখন তুমি গভীর ঘুমে
দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে যে শান্তি পাও
সেই শান্তি আমিও পাই
রাত যত গভীরে
মনের যত গভীর অনুভূতিতে যে লাইনে লাইনে
মনের ছোঁয়া
তাই দিয়ে তোমার ছবি আঁকা!
বলো তো আমার শান্তি লতা –
আর কি কোথাও শান্তি পেয়েছি
সুখের তুচ্ছ কণা!!
তারিখঃ নভেম্বর ১৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,