তবুও বারবার ফিরে যেতে চাই তোমার স্মৃতির ভেলায়
স্মৃতিতে যা গেঁথে আছে আজও অদ্ভুত এক রহস্য খেলায়,
অন্তর জানান দেয় শান্তির অনুভূতি সেখানে আছে লুকানো
যদি ফিরে যাই কোন যাদু মায়ায় কম্পনে হৃদয় জুড়ানো।
এক টুকরো চাঁদ মুখ দেখায় আশায়, হৃদয় ছোঁয়ার ঘ্রাণে
বহু দূর যদি অতি নিকট হয় বাসনার তীব্র আকর্ষণ টানে।
ছোঁয়া দিয়ে আশারা কোথায় কোন মায়ায় যায় লুকায়ে
মনের প্রফুল্লতা শান্তির ধারা সজীবতা হঠাৎ যায় শুকায়ে।
সব হিসাব শেষ হলেও হৃদয়ের হিসাব থেকে যায় বাকিতে
থেকেছে তাই পাওনা হিসাব শত যুদ্ধে যা পারি নি ঢাকিতে।।
এতো ছলনা, এতো ভুল পথ, এতো পাতা মায়া জাল!
সব প্রত্যয় প্রতিজ্ঞা লীন হয়ে সবই আজ অতীতকাল।
তবুও প্রতি ক্ষণে বেড়াই ভেসে তোমার স্মৃতির ভেলায় করে
কিছু নাই থাক তুমি আছো সদা জেগে হৃদয়ে দৃঢ়তার জোড়ে।।
তারিখঃ নভেম্বর ০২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,