করি নি কোন অধিক আশা, রাখি নি কোন ঋণ
তবুও স্মৃতিতে ফিরে আসে পুরাতন সেইসব দিন।
চলার পথকে থামায়, তাইতো থেমে যাই হঠাৎ-
বড় অসহায়ে একান্ত সময় কাটে নিদ্রাবিহিন রাত।
দূর যদি কাছে হতো ভাঙ্গা যেত সমাজ প্রাচীর
সব কথা বলে সব ছোঁয়া পেয়ে একান্তে এক নীড়
অসমীরের বসতি, যেখানে বাসনা তৃষ্ণা হয় লীন
চোখে চোখে সব ক্ষণ প্রতি নিশ্বাসে দূরুত্ব বিহিন।
একান্ত উষ্ণতা.অপলক দৃষ্টি, নিবিড়ের উচ্ছ্বাস ধারা
সকল বাঁধা, ভীরুতা পেরিয়ে হই একাকারে হারা।
পৃথিবীর বুকে রাখি নাই কোন স্বার্থ, কোন চাওয়া
একাকার হয়ে পৃথিবীকে যেমন মাখায় মুক্ত হাওয়া।।
এই সব রহস্যের চাওয়া মনে হয় এই পৃথিবীর রীতি
জেগে উঠে বারবার থামিয়ে দিয়ে সকল সমাজ ভীতি।
তারিখঃ নভেম্বর ০২, ২০১৯(শ)
রেটিং করুনঃ ,