জীবনের অনেক পথ পড়ি দিয়ে হঠাৎ মনে হলো, জীবনের একটি সীমানায় এসে দাঁড়িয়েছি, সহজ কথায় জীবনের শেষ সীমানায়, মনে মনে একটি সিদ্ধান্ত নিলাম জীবনের সাফল্যময় পঞ্চাশ বছরের কাজ আগামী পাঁচ বছরের মধ্যে শেষ করতে হবে। এটি একটি জীবন সূচির তালিকা কিন্তু কী ভাবে, কোন উপায়ে কোন পরিকল্পনায় কিসের ভিত্তির উপর করে জীবনকে সাফল্যময় করতে পারব তার কোন পন্থা জানা নেই তবে চিন্তাটি মাথায় রেখে দিলাম যাতে প্রতি মূহুর্তে ঘোরপাক খায় এই প্রত্যাশায় যে প্রতি সেকেন্ড সময়ের সঠিক ব্যবহার, উন্নত মানের চিন্তায় ব্যবহার। মাথা থেকে নিন্ম মানের, সকলের জন্য নিজের যা ক্ষতিকর এমন চিন্তা গুলি মাথা থেকে বিদায় নিবে আর সেই জায়গায় সমবেত হবে উন্নত চিন্তা ধারা যা কেবল খুলে দিতে পারে সাফল্যময় জীবনে প্রবেশের দুয়ার।
খুব দ্রুত জীবনকে সাফল্যময় করার পরিকল্পনা করাটাই বড় কথা যদি বড় সাফল্য নাও আসে অন্ততঃ মাথা থেকে নিন্ম মানের ও ক্ষতিকর চিন্তা গুলি দূর হবে আর সেগুলি দূর হলে জীবনকে সাফল্যের দিকে দ্রুতই এগিয়ে নিয়ে যাবে।
অনেক পরে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও আগামী পাঁচ বছরের মধ্যে জীবনের সাফল্যময় পঞ্চাশ বছরের কাজ করার যে পরিকল্পনা গ্রহন করা এটাই জীবনকে সাফল্যময় করার একটি প্রথম ধাপ। জীবনকে সঠিক পথে সাফল্যময় করতে হবে মাথায় চিন্তার এই বীজ বপন হলেই জীবন শুরু করে সাফল্যময় জীবনের পথে।
বহু সংখ্যক মানুষের ভাবা হয় না সঠিক ও সত্যের পথ ধরে এগিয়ে চলে জীবনকে উন্নত করা, সেরা করা, জীবনের সাফল্যময় জীবন পাতা তৈরী করা, জীবন কাব্য রচনা করা।
ভালো ও মন্দের পার্থক্য বের করাটাই জীবনকে সাফল্যময় করার সবচেয়ে গুরুত্ব পূর্ণ দিক, যারা ভালো ও মিশিয়ে ফেলে জীবনের পথে এগিয়ে চলে তাদের শুধু জীবনের পথ ধরে এগিয়ে চলা হয়, সাফল্যময় জীবনের পথে যাত্রা শুরু হয় না।
প্রতি নিয়ত সময় প্রতিটি মানুষকে সময়ের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, জীবন থেকে থাকে না, থাকবে না, জীবন এগিয়ে যাবে কিন্তু সঠিক ধারার পথের সন্ধানের যে মন্ত্র তা হৃদয়ে মন ও মননে গেঁথে চলার চেষ্টাই জীবনের সাফল্যময় পথে যাত্রার সূচনা করা।
এই সূচনা জীবনের যে কোন সময় থেকে শুরু হতে পারে তবে জীবনের প্রথম ভাগ থেকে শুরু হলে তার সাফল্য বেশি, আর কিছুটা বিলম্বে শুরু হলেও সেখানে জীবনের ভুল ক্রুটিগুলি সংশোধনে এনে ও ভুলের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া যায়। সাফল্যময় জীবনের পথে যাত্রা শুরুটাই জীবন বড় ও অর্থবহ পদক্ষেপ।
তারিখঃ অক্টোবর ১৯, ২০১৯
রেটিং করুনঃ ,