সামর্থের মধ্যে যা নয় এর বাইরে গিয়ে নিয়ম বহির্ভূত নতুন একটি পথ ধরে এগিয়ে চলে অর্থের সন্ধান পাওয়া যায় এই ধারণা মাথায় স্থান পেলে তখন সে ঐ পথ ধরে চলার চেষ্টা করে এবং ঐ পথ ধরে চলে। অর্থের সন্ধান পেলে জীবন ধারণ পদ্ধতি সহজ হয়ে যায় অর্থ আয়ের প্রভাবে নানান মানুষের সাথে ঘনিষ্টতা বাড়ে বিশেষ করে যারা এই পথের বাসিন্দা।
আয়-অর্জন বাড়লে মনে যেমন শক্তি বাড়ে সেই সাথে বাড়তে থাকে ক্ষমতা ও ক্ষমতাশীনদের সাথে সখ্যতা। হঠাৎ কোন কারণে ধরা পড়লেও সেই অর্থ প্রতিপত্তির কারণে ক্ষমতার কারণে সহজে মুক্ত হয়ে যায় তারা। বড় জোড় দেশ থেকে বিতারিত হতে হয় কিন্তু অর্থ মোহ তাদেরকে দেয় এক ধরণের সাহস ও জীবন দর্শণ, সেখান থেকে তারা সহজে বের হয়ে আসতে পারে না, নানান কারণে অবৈধ ধারার জীবন যাপন করতে হয় দেশে বা বিদেশে।
অবৈধ ধারায় বেড়ে উঠা প্রতিপত্তির মালিক হওয়া ক্ষমতাবান হয়ে বছরের পর বছর শাস্তি ভোগ করলেও সেখান থেকে অনেকেই শিক্ষা নিতে চায় না, বা দৃষ্টান্ত মূলক শাস্তিও প্রদান করা হয় না, যার ফলে অবৈধ ধারার পথ প্রসারিত হচ্ছে দিনে দিনে। প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলছে, এক ক্ষতি ছাড়া কোন ধরণের সু-অর্জনের আশা মিলে না।
দেশে সমাজে সকল জন গনের মতের বিপরীতে কোন কোন ধারা জন্মালে তা ক্ষমতার, বা প্রতিবাদী কষ্ঠকে কিছু কাল দমিয়ে রাখতে পারলেও একটি সময় বাঁধ ভেঙ্গে যায়, ভেসে যায় সকল অনিয়ম ও অত্যাচার। শতাব্দীর পর শতাব্দী এই সত্যটি বারবার প্রমানিত হয়েছে। অন্যায় জেনেও নিজ মতবাদ থেকে মানুষ সহজে সরে আসতে পারে না বলে অনিয়ম ও অত্যাচারের ধারা দীর্ঘাযিত হয়, মানুষ অনেক সু-শাসন থেকে বঞ্চিত হয়। তারপরও চলমান সময়ের ধারা হঠাৎ একটি বড় ধরণের ঘটিয়ে সমাজ দিয়ে যায় একটি সুষ্ঠ জীবনের ধারা তারপর আবারও দানা বাঁধতে থাকে অন্য একটি সমাজ জীবন ধারা।
তারিখঃ অক্টোবর ১২, ২০১৯
রেটিং করুনঃ ,