তোমার মুখের দিকে যতটুকু ক্ষণ তাকাই
শান্ত শান্তিরা দল বেঁধে আমাকে ছেঁয়ে রাখে
চকিত চাহনীর মত হারিয়ে যাই সময়ের ফাঁকে।
হারিয়ে যাই নিমিষে গভীর অরণ্যে
একটি শান্ত দীঘিতে
নূপুরের ছন্দ তালে
শ্রাবণ মেঘের আড়ালে।
সোনালী বাগানে মধুরে ঘ্রাণে আকুল হয়ে
পূর্ণিমার আলোতে পাগোল প্রায়
সময় হাটে তখন ফুরফুরে হাওয়ায়।
জগতের যাতনাময় হতাশার এই সব ক্ষণ সময় থেকে
কোথাও হারিয়ে যাওয়ার মত শান্তি আর কোথায় থাকে !
চারিদিকে কেবলি শান্তির সীমানায় পতাকা আঁকে।
কোথায় যেন হারিয়ে যাওয়ার মাঝে
এক সময় খুব নিবিড়ে বুঝে নেই-
যে গভীর অরণ্য সে তো তোমার ঢেউ খেলানো চুল
স্বপ্নরা যেখানে ফোটায় তরতাজা ফুল।
শান্ত দীঘি সে তো তোমার মায়াবীতে মাখা দু’ আঁখি
নূপুরের ছন্দ সে তো তোমার খেয়ালিপনার হেঁটে চলা
জীবনের যত কথা, সব কথা যা ছিল অ-বলা।
সোনালী বাগান সে তো তোমার স্বর্ণ বর্ণে মাখানো সারা দেহ হাত।
অন্ধকার রাতের বদলে যেখানে আসে নরম আলোর পূর্ণিমা রাত।
পূর্ণিমার আলো সে তো তোমার আলোকিত ঝলমলে মায়ায় মাখানো মুখ
তোমার মাঝে বার বার যত, হারিয়ে পেয়েছি জীবনের খন্ড খন্ড সুখ।
সুখ বিলাসী- সুখ বিলাসী আমার; এক খন্ড সুখের আশায়
তোমার মুখের দিকে চেয়ে থেকেছি আমি ভিখারীর মত
ঝড়ুক তোমার মুখ থেকে পৃথিবীর যত সুখ ধারা অবিরত।।
তারিখঃ অক্টোবর ১১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,