মন্দ দ্রুত চলে ভালোর চেয়ে, তাই মন্দ মানুষ মন্দ সহচরের সাক্ষাৎ বেশি মেলে সাথে আকৃষ্ট হয়ে পড়ে মন্দের সাথে বেশি করে। যা ভালো, তা বেশ কঠিন সহজে ধরাও দেয় না, সহজে বশও মানে না নিজের মত করে, অথচ মন্দ খুব সহজেই আমাদের বশ মানায় বশিভূত করে ফেলে। দ্রুত লোভী মানুষে পরিণত করে দেয় আর তার কি পরিণাম তা ব্যাখ্যার প্রয়োজন পড়ে না।
চারিদিকে মন্দের খুব প্রভাব তাই দিনে দিনে বাড়ছে মন্দ-ওয়ালা খবরের বড় বড় বহর। ভালো খবরের সন্ধান মেলাটা বেশ কঠিন এখন। একটা খবর প্রকাশ পেলেই মনে হয় খবরটি মন্দ দলের।
মন্দের একটি ভালো গুণও আছে তা ভালো নির্ধারণে সাহায্য করে মন্দের উপস্থিতির কারণে ভালো ষ্পষ্ট হয়ে উঠে সকলের কাছে।
মন্দ বিদায় নিলে বা মন্দের প্রভাব কমে আসলে ভালো অধিক জায়গা জুড়ে থাকবে এমনও নয়। ভালো-মন্দ এক সাথেই থাকবে থাকার কথা নয় তো ভালো অচল তবুও চাই ভালোর প্রভাব বেশি বেশি থাকুক, জীবনের কয়কটা দিন ভালো ভাবে কাটুক, বাড়ুক জীবনের নিরাপত্তা।
ভালো মন্দের পার্থক্য করার মত বেশি মানুষ থাকলে ভালো মন্দের পাল্লায় ভালো মানুষ বা ভালো গুনাবলির বেশি সন্ধান পাওয়া যেত।
প্রচলিত কথা- ভালো হতে টাকা কড়ি লাগে না রবং টাকা অর্থ না থাকলে মনে সৎ মানুষ হয়ে চলার প্রবল ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই সে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে। সহজ বা অবৈধ উপায়ে আসা টাকা মানুষকে করেছে দ্রুত মন্দ যেহেতু মন্দের গতি বেশি, শক্তি বেশি।
তারিখঃ অক্টোবর ০৭, ২০১৯
রেটিং করুনঃ ,