আগামীদিনে কেমন হবে লেখার ধারা!
প্রথম আলো ব্লগ বন্দ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রথম আলো কর্তৃপক্ষ্, আলো কর্তপক্ষের স্থির সিদ্ধান্ত তারা ব্লগ বন্দ করবেন ১৫ই সেপ্টেম্বর। তাদের গবেষনা, পর্যবেক্ষণ, কৌশল, ফলাফল সবই ব্লগ বন্দের পক্ষ্যে, তাদের ভাষ্য মতে সামগ্রিক ভাবে ব্লগ বিশ্বে ভালো ফলাফল আনতে পারছে না, ব্লগারের নিন্ম মুখি সূচক, তাই কৌশল বদল, মানুষ এখন ছুটে চলেছে নিত্য নতুন প্রযুক্তির দিকে। তবে আমরাও তো সেই মানুষের দলে, আমরাও ছুটেছি ভালো অথবা মন্দের দিকেই তবে জানা নেই সামনের প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাবে !! হয়তো আরও ভালোর দিকে, সহজ পথের দিকে।
এই পেক্ষাপটে তবুও ভালোবাসার আলো ব্লগটিকে সচল রাখতে আমরা ভাবলাম সকল ব্লগারের উচিত হবে ব্লগে আরও কিছুটা সময় দিয়ে ব্লগে উপস্থিতি বাড়ানো, মান সন্মত পোষ্টের সংখ্যা বাড়ানো, মান সন্মত মন্তব্য বাড়ানো তাহলে হয়তো ব্লগে ব্লগারের কোলাহল ও ঝলমলে উপস্থিতি ব্লগকে আরো কিছুদিন বা স্থায়ি ভাবে সচল রাখতে সাহায্য করতে পারে। ব্লগারদের ঝিমিয়ে পড়া অর্থই ব্লগ বন্দের পথকে সুগম করে দেওয়া।
কিন্তু পোষ্ট প্রকাশিত হচ্ছে না এটাও বলে যাবে, তবে ঝাপসা বা অ-ষ্পষ্টতা ছাড়া বললে বলতে হয় আগের মত স্বাভাবিক মত পোষ্ট প্রকাশিত হচ্ছে না।
ছোট্ট বেলার ছড়ায় পড়েছিলাম –
হাতি ধপ ধপ যায়
হাতি মিটি মিটি চায়।
যারা চাচ্ছেন ব্লগ বন্দ করতে তারা ছড়ার সেই হাতির মতই ধপ ধপ করে যাচ্ছেন ইংলিশে যাকে বলে ডন্ট কেয়ার, হিন্দিতে বলে কা হুয়া আর আরবী বা স্প্যনিশে কি বলে জানা নেই। আমাদের দিকে মিটি মিটি করে তাকালেই বা কি ! আর না তাকালেই বা কি !
ধরুন আমার বাড়ির উত্তর দিকে একটি বড় বট বৃক্ষ্ আছে, বট বৃক্ষে তো খাওয়ার ফল ফলে না, পথিককে ছায়া দেয়, পথিক বিশ্রাম নেয়, ছায়াতলে শিশুরা খেলা করে। আমি জানি বৃক্ষ থেকে যে কাঠ পাওয়া যাবে সেখান থেকে ভালো টাকা পাওয়া যাবে।
একদিন আমার মনে হলো ঝড়ে বট বৃক্ষটি ঠিক আমার দালান বাড়িটির ছাদে আছড়ে পড়বে। কে বট বৃক্ষের তলায় ছায়া পেল ! আর কে কি পেল না তা কি আর ভাবার সময় আছে !! দাদার আমলের হোক আর বাবার আমলের হোক কাঠুরিয়া ডেকে আনো, বট বৃক্ষ কেটে ফেলো, আপদ দূর করো।
আমাদেরও হাতে অনেক কাজ, ছোট্ট বেলায় পড়েছি, মৌ-মাছির পিপিলিকারও অনেক কাজ, আমরাও ছুটেছি কাজের সন্ধানে, ছোট্ট বেলায় পড়া ছড়ার কথার মত :
পিপিলিকা, পিপিলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই
খাদ্য খুজিতেছি তাই
ছয় পায়ে পিলপিল চলি।
তবে আমরা চলেছি দুই পায়ে। আমাদেরও এখন সামনে দেখার সময়, প্রথম আলো ব্লগ খোলা থাকবে নাকি বন্দ হবে আমাদের কি আর ভাবার সময় হবে ! পিছনে তাকাবার আর দরকারই বা কি ! রবি ঠাকুরের সেই বিখ্যাত “পোষ্ট মাষ্টার” গল্পের কথার মত আমরাও বলি ” ………….এবং নদীপ্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার।”
তারিখঃ সেপ্টম্বর ০৪, ২০১৪
রেটিং করুনঃ ,