চুড়ান্ত আয়োজনে এখন মুখোরিত বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেই সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসকারী দেশগুলিতে। ভারতের অনেক প্রদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রধান ধর্মীয় উৎসবও এই দুর্গোৎসব। এই প্রসংঙ্গে বলে রাখি ছোট্ট বেলায় একটি ধারণা ছিল হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, কিন্তু পরে বুঝতে পারি ভারতের এক এক প্রদেশ বা রাজ্যে দুর্গোৎসবই প্রধান ধর্মীয় উৎসব নয়। তার পরেও আমাদের সাথে ভারতের পাশের রাজ্যগুলি ত্রিপুরা, ঝাড়খন্ড, বিহার, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, বিহার, —সর্বত্রই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, আবার দূরের রাজ্য গুলিতেও যেমন উত্তর প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র আছে দুর্গা দেবীকে প্রাথর্না ও অনেক ধরণের আয়োজন। দেওয়ালী নামে একটি উৎসব ভারতের নানা রাজ্যকে মাতিয়ে রাখে।
সাধারণত দেখেছি শরৎ কালে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে মুখোরিত হয়ে উঠে, আমাদের দেশের মন্দিরগুলি, হাট বাজার, পাড়া মহল্লা সেই সাথে শহরগুলিতেও। এ বছরে শনিবার হিন্দু সম্প্রদায়ের দশমী অর্থাৎ পূজার শেষ আয়োজন আর মুসলমানের কিছুটা বড় ধর্মীয় উৎসব মহররম অনুষ্ঠিত হচ্ছে রবিবার, এ যেন দুই ধর্মীয় সম্প্রদায়ের মিলন মেলা।
কিছুদিন আগে মুসলমানদের ঈদুল আজহা ও মহররম এবং হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে এই বড় ধর্মীয় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব প্রায় কাছাকাছি সময়ে পালিত হতো।
আগামী বছর গুলি থেকে মুসলমানদের ঈদুল আজহা ও মহররম এবং হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে এই বড় ধর্মীয় অনুষ্ঠানের দূরত্ব বেড়ে যাবে সময়ের বা পঞ্জিকা মাসের বিচারে।
ইতি মধ্যে অনেকে বিশেষ করে যারা দেশে থাকি তারা আমরা অনেকেই জায়গা বদল করতে শুরু করেছি অর্থাৎ ছুটে চলেছি নিজ নিজ প্রিয় জনদের কাছে শারদীয় দুর্গোৎসবের আনান্দময় সময়টা কাটাতে, স্কুল গুলিতে ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় লম্বা ছুটি। হিন্দু সম্প্রদায়ের অনেকে আগেই ছুটি নিয়ে ছুটে যেতে শুরু করেছে শিকড়ের টানে, পূজার আয়োজনের কেনা কাটায় অনেক ব্যস্ততা বেড়েছে হাটে, বাজারে।
ছুটিতে গিয়ে, প্রিয় মানুষদের সাথে খোশ গল্পের পাশাপাশি নানা ধর্মাচার, প্রার্থনা আনান্দ মূখোরিত সময় কাটুক – এ আমাদের সকল সময়ে প্রত্যাশা।
তারিখঃ অক্টোবর ০৮, ২০১৯
রেটিং করুনঃ ,