অন্তরে আছো নীরবে তবু কেন এতো দীর্ঘ শ্বাস!
নিভৃতে যতনে আছো যেখানে উদার আকাশ।
কিছু ছোঁয়া পাই কখন যখন পাই না ছোঁয়া
আসে তখন অবিরাম দহন দাহ তপ্ত ধোঁয়া।
এতো পাশে এতো কাছে তবুও কেন হাহাকার!
সবই পেয়ে কেন ভয় জাগে কেবলি হারাবার।
চিরদিনের সে তুমি সকল সময়ের সীমানায়
আছো পাশে, অতি কাছে, জীবন জোয়ার ভাটায়।
আড়ালে অন্তরালে এই ভাবে থাকা সকল অগোচরে
নিজেদের প্রকাশে অপ্রকাশে ঢাকা একই মায়া চাদরে।
এইভাবে এই ধারায় আমাদের চলার যে জীবন গতি-
ঝড় ঝঞ্জায় একসাথে একপথে চলা পূর্ণ বাসানায় অতি।।
তারিখঃ অক্টোবর ০৫, ২০১৯(শ)
রেটিং করুনঃ ,