মাথার মধ্যে ভালো কিছু ধারণা সঞ্চয় করে রাখলে মাথা আরও ভালো ধারণার সন্ধান করে, সংগ্রহ করে। খুব ধীর বিন্দুতে হলেও তা সমৃদ্ধ করে জ্ঞানের ভান্ডার।
মাথায় ভালো চিন্তার অর্থই একজন ভালো মানুষ। মাথায় ভালো চিন্তা ধারণ না করে কখনই ভালো মানুষ হওয়া যায় না। মাথায় মন্দ চিন্তা রেখে ভালো মানুষ সেজে কিছুদিন থাকা গেলেও তা আর গোপন রাখা যায় না মানুষটি মন্দ মানুষ হিসাবে পরিচিত হয়।
অবসরে, প্রতি রাতে ঘুমানোর আগে ভালো ধারণার সন্ধান করে যাওয়ার মধ্য দিয়ে তৈরী করা যায় একটি সমৃদ্ধ জ্ঞানের ভান্ডার যা নিজেকে একজন প্রকৃত মানুষ হিসাবে প্রকাশ করতে সাহায্য করে।
মন্দ ধারণার প্রকট প্রভাবের কারণে অনেককেই ভালো ধারণা থেকে দূরে থাকতে হয় তারপরও মন্দ ধারণাকে নিচে নামিয়ে উন্নত ও ভালো ধারণাকে সকল সময় ধারণ করাই হকো লক্ষ্য।
তারিখঃ আক্টোবর ০৩, ২০১৯
রেটিং করুনঃ ,