লেখালিখি করার বড় একটি আশা সব সময়ে মাথায় থাকে, কিন্তু সময়ের অভাবে নানান কারণে নিয়মিত লিখা হয় না। নিজে নিয়মিত লেখকের দলেও না। যে সময়টুকু লিখি সেই সময়টুকুকে বড় গুরুত্ব পূর্ণ মনে হয়, মেলে মনে এক শান্তি হারিয়ে যায় জীবনে জড়ানো নানান হতাশা, ক্ষোভ।
নিজের মধ্যে যাই থাকুক না কেন ! তা প্রকাশ করার মত আনন্দ ও সুখ আছে বলে মনে হয় না, তাই মনের কথা বলা প্রচেষ্টা অনেকের মধ্যে খুব প্রকট। যারা সাজিয়ে কথা বলতে পারে নিজেকে প্রকাশ করতে পারে সেই সাথে যারা সাবলিল ভাষায় লিখে সত্যি তাদের জীবন সার্থক।
বেশি ভাগ মানুষেই আয় উপার্জন ও সঞ্চয়ের উপর বেশি গুরুত্ব দেয় একটি নিরাপদ জীবন যাপনের জন্য সেখানেও আনন্দ ও সুখ আছে তবে নিজ খেয়ালে লেখা লিখে নিজের মতামত প্রকাশের মত আনন্দ ও সুখ আর নেই। যারা লেখক তারা এই আনন্দ ও সুখের এক ছত্র মালিক। লেখালেখি জগতের মধ্যে ডুবে থেকে সাংসারিক জ্বালা যন্ত্রণা মুক্তি নিয়ে থাকে যদিও অনেকে বলেন সময়ের ক্ষয় আর সময়ের ক্ষয় অর্থই আয় উপার্জনেরও ক্ষয়।
লেখালেখিটা সুযোগটা সকলের ভাগ্যে হয় না বা সেই ক্ষমতা সকলের আসে না যাদের থাকে বা আসে তাদের নানান প্রতিবন্ধকতা থাকলেও তা অতিক্রম করাটা খুব জরুরী।
লেখা-লেখির ধারায় যে উন্নতি তাতে ক্ষয় বেশি ভাগেই তারপরও যাদের নিয়মিত লেখার সুযোগ থাকে তারা নিয়মিত লিখে খুঁজে নেয় জীবনের প্রকৃত অর্থ সাথে আনন্দ ও সুখ।
অনেকেই আনন্দ ও সুখের পিছনে ছুটে বেড়ায় তবে যারা লিখে তাদের বাস আনন্দ ও সুখের মধ্য খানে। কোন হিংসা হীনতা বোধ তাদেরকে ছুঁইতে পারে না, তারা থাকে সব সময়ে ভালোর সাথে।
তারিখঃ সেপ্টম্বর ৩০, ২০১৯
রেটিং করুনঃ ,