মনের কোন কূলে কখন গড়েছি তোমার বসতি!
হঠাৎ খেয়ালে প্রিয় অনুভূতিতে খুব নিবিড়ে অতি,
নানান নক্সায় সাজ সজ্জায় তোমার শত ঘর বাড়ি
প্রিয় সব ফুলে ফুলে সাজানো বাগান সারি সারি।
আকুল হয়ে থাকি অধির হয়ে কবে তোমার বসতিতে
বাঁধব সেখানে একখানি ঘর আলোক জ্যোতিতে!
আমার ভাবনার সকল ভাবনার তুমি অতি মূল্যে
মিলে না কারো সাথে তুলনা আর কোন সমতুল্লে।
তোমার উপমায় তুমি কেবলি তোমার বসতি গড়া।
কবে কোন অজান্তে নীরবে নিভৃতে পড়েছি ধরা।
বিশ্ময়ের বিশ্ময়ে গড়েছি হৃদয়ে তোমার বসতি যতনে অতি
আঁধার রাতে নক্ষত্ররাজির দানে আমার অন্তরের তুমি জ্যোতি।।
তারিখঃ সেপ্টম্বর ২৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,