মনে দুঃখ ধারা খুব স্বাভাবিক ভাবেই আসে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ধারার মত; থামিয়ে রাখার কোন উপায় জানা নেই। অনেকেই দুঃখকে চাপা দিয়ে হোক উপড়ে ফেলে হোক মন থেকে মুছে ফেলতে পারে কিন্তু অনেকের পক্ষ্যে সম্ভব হয়ে উঠে না, হয় তারা লালন করে বা বহন করে বেড়ায়।
খুব সহজ নিয়মে বা স্বাভাবিক ভাবে দুঃখকে মুছে ফেলা বা নির্মূল করা চলে না বা যায় না। অনেককেই দুঃখের সাথে বসবাস করতে হয়। কেউ কোন লাভ-লোকসান না খুঁজে, যা চলে শান্ত নদীর স্রোতের মত। দুঃখের সাথে অনেকে প্রতারিত করতে চায় না যারা এর চলাচল বা বসবাসকে একটি স্বাভাবিক ধারা হিসাবে ধরে নেয়।
আবার অনেকে আছে যারা দুঃখের সাথে প্রতারণা করে কোন না কোন ভাবে দুঃখকে বিতারিত করে কখনও কখনও তাতে দুঃখ পরাজিত হলেও কখনও আবার ভয়ংকর রূপ ধারণ করে, জীবনকে নিঃশেষও করে দেয়।
দুঃখের চলাচল খুব স্বাভাবিক হোক জীবনে আর হোক তার সাথে বসবাস বন্ধুর মত সেখানে থাকে এক ধরণের গর্ব, আত্ম-প্রত্যয়, স্বাধীনতা, দৃঢ় মনোবল যা জীবনকে এগিয়ে নিয়ে যায় সঠিক পথে, সত্যের পথে মুক্তির পথে।
তারিখঃ সেপ্টম্বর ২৯, ২০১৯
রেটিং করুনঃ ,