জীবনের বড় সম্পদ হচ্ছে উন্নত ও শান্তিময় স্মৃতি যা একটি মানুষের প্রজ্ঞাচিত অর্জন বিন্দু বিন্দু কণা দিয়ে গড়া স্মৃতিগুলি সুখের ও দুঃখের মিশ্রণে হতে পারে। কোন স্মৃতি দ্বারা সৃষ্টি হলে তা হয় শান্তুিময়, জীবনের চলার গতিকে সমৃদ্ধশালী তেমন ভাবেই সুখের স্মৃতিগুলিও আমাদের চলার পথে শক্তি বাড়ায়, যোগান দেয় উচ্ছ্বাসের।
জীবনের যত প্ররিশ্রম, জ্ঞান অর্জন তা উন্নত ও শান্তিময় স্মৃতিতে মিশে থাকে সারাক্ষণ এটাই প্রত্যাশা হওয়া উচিত। বিভিষিকাময়, যন্ত্রনাময় স্মৃতিও আমাদের চলার পথের সাথী হয় তবে যতটা সম্ভব সেগুলিকে লালিত না করে বর্জন করাই উচিত। এমন কিছু স্মৃতি লালন না করা যা চলার পথের উন্নত ধারাকে ব্যহত করে চলার শক্তিতে ক্লান্তি জড় করে। স্মৃতি হোক প্রফুল্লতায় ভরা, উদ্দাম ও উচ্ছ্বাসে পরিপূর্ণ। একটি হতাশা পূর্ণ জীবন ধারা কে বা চায় তাই বিন্দু বিন্দু কণা দিয়ে জমা হোক স্মৃতিগুলি যা চলার পথে শক্তি যোগায়, দেখায় আলোকিত পথ আর সেই পথ ধরে হোক অনন্তের পথে ক্রমেই এগিয়ে চলা।
তারিখঃ সেপ্টম্বর ২১, ২০১৯
রেটিং করুনঃ ,