অসহায়েত্বের কিছু মাত্রা থাকে, কিন্তু কখনও কখনও সেই অসহায়েত্বকে খুব বড় আকার ধারণ করে, সীমাহীন। বর্তমান অতীতের সবকিছু যদি কিছু অর্জন বা ভবিষতের সব ভাবনাগুলি শুকনা পাতার মত খুব অল্প কারণে উড়তে থাকে কোথায় থেকে যেন কোথায়!
মনে হয় সব কিছুর অবসান আছে কিন্তু অসহায়েত্বের কোন অবসান নেই, যারা দৃঢ়তা নিয়ে চলতে চায় তাদের কাছে এই অসহায়েত্ববোধ খুব ছোট একটি বিষয়, কিন্তু দৃঢ়তা নিয়ে চলেন এমন মানুষের সংখ্যা খুব কম যার ফলে অসহায়েত্ববোধ আমাদের অনেককেই খুব চেপে ধরে যেন এই বদ্ধ খাঁচা থেকে মুক্তির বড় অভাব!
ক্ষুদ্র ক্ষুদ্র অসহায়েত্ববোধ আমাকেও ঘিরে ধরে আছে বেশ সময় ধরে, যদিও জানি মুক্তি আছে বা মুক্তির আশায় বসে আছি বা এগিয়ে চলেছি।
হয়তো অসহায়েত্ববোধ থেকে মুক্তি পেয়েছি তা দেখতেও পাব না, তারপরও নানান অসহায়েত্ববোধ নিয়ে নিত্য আমাদের এগিয়ে চলা সাফল্যের আশায়।
তারিখঃ সেপ্টম্বর ১৩, ২০১৯ (ধ)
রেটিং করুনঃ ,