এই জ্যোষ্ঠে বড় তৃষ্ণার্থ ছিলাম
পুরোপুরি তপ্ত হাওয়া হৃদয় জুড়ে
নিবিড় কোমল শান্তি হারিয়েছে যেন বহুকাল।
কোমলতার ছোঁয়া পাওয়ার আশা বৃথা ঘরে।
যেখানে দান নেই, দানবীর মহসিন বলে কোন নাম নেই-
কিম্বা হাতেম তাই।
শুধু ভক্ষণ, পেতে চাওয়া নির্লজ্জ ভাবে
খুব জবর দস্তি ভাবে
এখন জীবন ধারাটা বুঝি এমনই।।
মানবিক দৃষ্টি নিয়ে তাকাবার সময় কোথায়!
শুধু যে নিজেরটা চাই।
খর দাহ, তপ্ত দাহ শুষ্ক বালুর ঝাপটা চোখে মুখে
মনে এ শুধু তামাশার পৃথিবী।
এখানে নেই কোন সু-শীতল ছায়া, স্নিগ্ধতা, প্রফুল্লতা।
মনের কোণে হঠাৎ উঁকি দিয়ে গেল সেই চির চেনা শিউলি ফুল !
ঠিক তখনই উল্টে গেল সব
জ্যোষ্ঠের খর দাহ, তপ্ত দাহ শুষ্ক বালুর ঝাপটা বদলে গেল সব।
শীতের সকালে স্নিগ্ধতায়, প্রফুল্লতায় ভর করে যে বিলিয়ে দিয়ে
হয় পবিত্রতার প্রতিক, হৃদয় শান্ত করার উপমা।
আজ এই জ্যোষ্ঠে বড় কাছে পেতে ইচ্ছে হচ্ছে শিউলি ফুলকে কাছে পেতে!
যে মুছে দিয়ে পারে হৃদয়ে জ্যোষ্ঠের খর দাহ, তপ্ত দাহ শুষ্ক বালুর ঝাপটা।।
তারিখঃ মে ২৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,