কোথা থেকে তুমি হঠাৎ কোন বাতাসে ভেসে
অচমকা দখলে নিলে হৃদয় খালে-বিলে অবশেষে
সেই থেকে আমার সব কেবলি ফুরায়ে যায়
তুমি কি সকালের শিশির যা নিমিষে হারায়
সকালের কি শিউলি ফুল তুমি! স্নিদ্ধ বাতাস!
তোমার পরশে যে আমি নিত্য হই নতুন প্রকাশ!
অতি প্রিয় যা সে তো কেবলি হারাবার
তাই যে তোমাকে চাই অধিক বারবার।
হারাবার বাসনায় তোমাকে যদি খনিক পাওয়া
থাকে না তখন এই ভুবনে আর অধিক কিছু চাওয়া।
হাহাকারের অনলে আমাকে কেবলি পুড়ায়ে-
আমার দহন জ্বালা সব দাও শীতলে জুড়ায়ে।।
তারিখঃ আগষ্ট ২১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,