আমার জীবনের সকল ভালোটুকু – তুমি নিও
তোমার জীবনের সকল মন্দগুলি – আমাকে দিও,
আমার সকল ভালো বিলায়ে যদি নিঃশ্ব হই!
তোমার সকল মন্দ নিয়ে আমি যদি সচল রই,
সেখানেই আমার শান্তি বাসনার পূর্ণতা-
জীবনের সকল পাওয়ায় গভীর নিরবতা।
এমনই ধারায় তুমি হইও আমার প্রিয়।
যদি কখনো আমার মাঝে দেখ কিছু আলো
জেন নিও অন্তর নিসৃত ঐ টুকুই আমার ভালো।
যদি ভালো লাগে তবে অজান্তে নিরবে ভালোবাসিও।
কিছু বা মন্দ যদি পাই কখনও তোমার মাঝে
ভালো জেনে রাখিব অন্তরে চির রাজকীয় সাজে।
ভালো লাগা না লাগার মাঝে আমাকে তুমি রাখিও।।
বিশাল ভুবনে অসীম সীমানা রেখা ধরে –
তোমার হোক বসতি যত দিন পৃথিবীর ‘পরে।
জনমে জনমে তোমার হৃদয়ে আমি- এই কথাটুকু জানিও।।
তারিখঃ আগষ্ট ২০, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,