অনেকের সাথে অনেক কথা বলে গেলাম কিম্বা একান্তে কিন্তু কিছু লিখে গেলাম না, লিখে গেলে কাগজের পাতায় বা ডিজিটাল আর্কাইভে জমা থাকতো, পরে অবসরে তা একান্ত মনে পড়া যেত, সংশোধন আনা যেত। কিন্তু যে কথা বলে গেলাম তা তো ইথারে চলে গেল ফিরে আনা কি সম্ভব! না, সম্ভব না। কারো সাথে কথা বলার সময় যদি তা কেউ ডিজিটাল ভাবে রেকর্ড করে তখন তা বার বার শুনা যেতে পারে।
মাঝে মাঝে অনেক ভাবনা আসে আর তা যদি সাথে সাথে লিখে না রাখা যায় তবে তা মাথা থেকে যেমন মুছে যাবে তেমন মুছে যাবে চিরতরে। ভাবনার কথাগুলি লিখে যাওয়ার মত আর কোন বড় কাজ আছে বলে মনে হয় না। তাই আমার লেখার প্রচেষ্টা, লেখার হাত পাকা করার প্রচেষ্টা। লেখা যত ক্ষুদ্র হোক, ছোট ভাব প্রকাশের হোক নিয়মিত লেখার চেষ্টাটাই বড় কথা।
ইদানিং কালে লেখা বড় হয় না, অনেকের লেখার সময় হয় না এর বড় একটি কারণ হলো একান্ত চিত্তের সময় বরাদ্দ, নানান ব্যস্ততা, সবার যেন সময়ের পিছনে ছুটে চলা তবে যার পিছনে সময় ছুটে চলে তার হাতে থাকে সময়ের নিয়ন্ত্রণ। সময়কে নিয়ন্ত্রণ করে সে তার ভালো কাজগুলি সঠিক ভাবে করতে পারে।
আমারও বড় ইচ্ছা আমার পিছনে পিছনে যেন সময় ছুটে চলে।
তারিখঃ জুলাই ২৭, ২০১৯ ( জে আ)
রেটিং করুনঃ ,