খুঁজে পেয়েছি বেশ, অনেক স্মৃতির ভারে
তোমার আর আমার শরীরে আছে মিশে,
সেই কোন কাল থেকে এইসব স্মৃতির রচনা
কোন অজান্তে কি!
অভিন্ন ইচ্ছায়!
হিসাবে মিলে না অনেক অংকের, জীবনের চলমান ধারায়।
কখনও গভীর অরণ্যে বৃক্ষ্যের বেড়ে উঠার মত
ঝর্ণার দ্রুত ছুটার মত স্রোতে মিশিয়ে যাওয়ার মত।
খনিকে যেন অগনিত স্মৃতি রাশি রাশি
ভরে আছে পূর্ণ পাত্রে আমার শরীরে।
কত কালের জন্যে তোমারও তা নেই জানা!
বহু কালের বয়ে চলা নদীর মত যা আদি নদী নামে পরিচত
সেই আদি নদীর মত নিজেদের তৈরী স্মৃতিগুলি বয়ে বয়ে যাবে
যেন আদি কাল থেকে বয়ে চলার মত।
স্মৃতি সম্পদ নিয়ে তুমি আমি
যেন আদি কাল থেকে বয়ে চলেছি অবিরত।।
তারিখঃ জুলাই ২৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,