চাওয়ার মাঝে কি রহস্য কেন এতো চাওয়া
চাওয়া সে যে ভেসে বেড়ানো হালকা হাওয়া।
কখন আসে কখন ভাসে কোন আকাশে
আপন মনে ভেসে বেড়ায় কোন প্রকাশে !
চাওয়া বিহিনে এ জীবনে যত আসা যাওয়া
এর মধ্যে বাঁধা পড়ে হোক আমার সকল পাওয়া।
চাওয়ায় যদি পেয়ে হারানো
কার জন্য তবে পথে দাঁড়ানো !
কোন মায়ায় বাঁধা পড়া
কোন কণিকায় হৃদয় গড়া!
জানার যদি বাকি থাকে তবে থাক
পেয়ে যদি জীবন হারায় তবে হারাক।
তোমায় পেয়ে জীবনে যদি আসে সমাপ্তি
মিঠে যাবে তখন জীবনের সকল প্রাপ্তি
পাওয়ার আলোক শিখায় জ্বলবে সকল বাতি।।
তারিখঃ জুলাই ১২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,