ভালোলাগা বোধ যে সকল কিছু হরণ করে
জেনেছি ভালোলাগা বোধে আবদ্ধের পরে,
যদি বা কুশ্রি কিছু থাকে
কুৎসিৎ কিছু মনে আঁকে,
ধুয়ে মুছে যায় স্রোতে
জীবনের এক মোহতে।
সবি দেখি স্নিদ্ধতায় ভরা
শুদ্ধতায় হৃদয় আলোকিত করা।
সামান্যতেই তুমি পাওয়ার অনেক অধিক
এমনই তুমি ভালোলাগার এক উজ্বল প্রতিক।।
নাই যেন কোথাও শূণ্যতা, পূর্ণতায় ভরপুর
সকলি হাতে আজ যত চাওয়া, শুধু প্রাপ্তির সুর।
এমনই তুমি আমার ভালোলাগা বোধের ধারায়।
জীবনে প্রফুল্লতা উচ্ছাস, জীবন আয়ু কাল বাড়ায়।।
তারিখঃ জুন ২৬, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,