দূরে চলে যাওয়ার অর্থ দূরে চলে যাওয়া নয়
একেবারে কোন দূরের প্রান্তে যাওয়া
ফিরার পথ খুব দৃঢ় ভাবে বন্দ।
চলে যাওয়াটা দশ সমুদ্র, শত পাহাড়ের ওপারে তো নয়।
হোক না সংখ্যার কোন দুরুত্ব
অযুত কোটি মাইল কিম্বা আরও বেশি!
যে প্রাণে প্রাণ গাঁথা, সংখ্যার দুরুত্ব সেখানে শূণ্য!
তুমি আছো আগামীর দিনটিতে সত্য দীপ্ত প্রভায়।
দেখব খুব শীঘ্র তোমাকেএই বিশ্বাস প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে।
যেমন করে পণ, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি গড়ে উঠে শুদ্ধ মনে।
তাই তোমার দূরে চলে যাওয়ার অর্থটা
আজ বরং কাছে আসার –
অন্তরের নিবিড় তম আসনে ।
তারিখঃ জুন ০৩, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,