আঁধারের পরে আঁধারেরও মাঝে তুমি আলোকিত
কুৎসিত নোংরার মাঝে অপরূপ শোভায় সুভিত।
অনেক নারী দেখেছি হৃদয় খনন করে বহুবার
সব নারী পরাজিত এক এক করে এনেছে আঁধার।।
নারীর মধ্যে আর কোন নারী নেই, পাই নি কোন নারী রূপ
পেয়েছি হয়তো ম্লান, বিবর্ণ ফ্যাকাসে অতি বয়স মাখা খুব।
কি যাদু মাখা প্রভ্রায়, চির অম্লান সৌন্দর্য শোভায়, – রচিত
যেন প্রতি ক্ষণ মরণে, আমার নতুন জীবন দানে উৎসর্গিত।
বড় কোন পূণ্য কাজে, কোন রহস্যে আমার নয়নে তোমাকে দেখা
সেই থেকে তুমি নারী রূপ – বুঝেছি এ পৃথিবীতে কেবলি আমি একা।।
তারিখঃ জুন ০৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,