তারিখ: মে ২৪, ২০১৯
………………………………….
শুধু রেকর্ডই নয়, অনেক কিছুই তছনছ করে দিলেন নরেন্দ্র মোদি। প্রথম কংগ্রেসবিরোধী নেতা হিসেবে মোদি পরপর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। সংসদীয় ভারতের ইতিহাসে এটা রেকর্ড। পাঁচ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও দ্বিতীয় পর্বে শাসক দলের আসনসংখ্যা বৃদ্ধি পাওয়াও রেকর্ড। বুথ–ফেরত সমীক্ষা যেসব সংশয় ও সন্দেহের জন্ম দিয়েছিল, খড়কুটোর মতো সব উড়ে গেছে। দুটো স্লোগান বিজেপি এবার জোরের সঙ্গে উচ্চারণ করেছে। ‘ফির একবার, মোদি সরকার’ এবং ‘আব কি বার, তিন শ পার’। দেশের মানুষ বিনা বাক্যে সেই দুই স্লোগানকে সত্য করে তুলেছে। বিশ্বাস রেখেছে নরেন্দ্র মোদির ওপর। রচনা করেছে নতুন ইতিহাস।
একেবারে শুরু থেকেই মানুষের মনে বিজেপি যে প্রশ্ন তুলে ধরেছিল, তা ছিল নেতৃত্বের। ‘মোদি বনাম কে?’ এই প্রশ্ন তারা জনতার সামনে রেখেছিল। বিরোধীরা এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। প্রশ্নের জবাবে বিরোধী নেতারা ২০০৪ সালের ভোটকে উদাহরণ হিসেবে খাড়া করেছিলেন। সেবার বিজেপির প্রধানমন্ত্রিত্বের মুখ ছিলেন অটল বিহারি বাজপেয়ি, বিপক্ষ মুখহীন। জিতেছিল ইউপিএ। প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং। কিন্তু এবার মোদি ছাড়া আর কাউকেই মানুষ প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারেনি। তাঁর কঠোর নেতৃত্ব, দৃঢ়চেতা মনোভাব, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দেশের শত্রুদের শায়েস্তা করার হিম্মত অন্য কেউ দেখাতে পারেন, মানুষ তা বিশ্বাস করতে চায়নি। আর তা হয়নি বলেই সত্য হয়ে উঠেছে দ্বিতীয় স্লোগানটিও। বিজেপি তিন শ পার করেছে।
শুধু রেকর্ডই নয়, অনেক কিছুই তছনছ করে দিলেন নরেন্দ্র মোদি। প্রথম কংগ্রেসবিরোধী নেতা হিসেবে মোদি পরপর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। সংসদীয় ভারতের ইতিহাসে এটা রেকর্ড। পাঁচ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও দ্বিতীয় পর্বে শাসক দলের আসনসংখ্যা বৃদ্ধি পাওয়াও রেকর্ড। বুথ–ফেরত সমীক্ষা যেসব সংশয় ও সন্দেহের জন্ম দিয়েছিল, খড়কুটোর মতো সব উড়ে গেছে। দুটো স্লোগান বিজেপি এবার জোরের সঙ্গে উচ্চারণ করেছে। ‘ফির একবার, মোদি সরকার’ এবং ‘আব কি বার, তিন শ পার’। দেশের মানুষ বিনা বাক্যে সেই দুই স্লোগানকে সত্য করে তুলেছে। বিশ্বাস রেখেছে নরেন্দ্র মোদির ওপর। রচনা করেছে নতুন ইতিহাস।
একেবারে শুরু থেকেই মানুষের মনে বিজেপি যে প্রশ্ন তুলে ধরেছিল, তা ছিল নেতৃত্বের। ‘মোদি বনাম কে?’ এই প্রশ্ন তারা জনতার সামনে রেখেছিল। বিরোধীরা এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। প্রশ্নের জবাবে বিরোধী নেতারা ২০০৪ সালের ভোটকে উদাহরণ হিসেবে খাড়া করেছিলেন। সেবার বিজেপির প্রধানমন্ত্রিত্বের মুখ ছিলেন অটল বিহারি বাজপেয়ি, বিপক্ষ মুখহীন। জিতেছিল ইউপিএ। প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং। কিন্তু এবার মোদি ছাড়া আর কাউকেই মানুষ প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারেনি। তাঁর কঠোর নেতৃত্ব, দৃঢ়চেতা মনোভাব, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দেশের শত্রুদের শায়েস্তা করার হিম্মত অন্য কেউ দেখাতে পারেন, মানুষ তা বিশ্বাস করতে চায়নি। আর তা হয়নি বলেই সত্য হয়ে উঠেছে দ্বিতীয় স্লোগানটিও। বিজেপি তিন শ পার করেছে।
বিজেপি: ৩০৩ টি আসন
কংগ্রেজ : ৫২ টি আসন
তৃণ মূল কংগ্রেজ : ২২ টি আসন
সূত্র : সৌম্য বন্দ্যোপাধ্যায় : প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি
ভারত লোকসভা নির্বাচন ২০১৯
তারিখ: মে ২৪, ২০১৯
রেটিং করুনঃ ,