ধীরে ধীরে ভুলে যাব
পৃথিবীর বুকে হয় তো একদিন !
যদি মিঠে যায় ধীরে ধীরে গড়ে উঠা যত দেনা ঋণ।।
ভুলে যাওয়া কি হয় কোন বেখায়ালে ! অন্য মনে!
কখনও কখনও হয়তো বা হয় !
কারণের আড়ালে যে কারণে থাকে, সেই কারণে
ভুলে যেতে হয়।
তবুও পড়ে থাকে স্মৃতিতে অবহেলায় অনাদরে।
অবহেলায় অনাদরের কোন পাত্রে যার ছিল না বাস
সে কি করে ভুলে যাওয়া হয়!
হবে না ভুলে যাওয়া এটাই সত্য, যেমন তুমি সত্য।
খুব উজ্জ্বল প্রভায় বিকশিত তুমি
যেখানেই থাকি তুমি আমি।
ভুলার বৃত্ত ভেঙ্গে আর হবে না বেড়িয়ে আসা এই জীবনে-
এমনই কঠিন বৃত্ত তৈরী হয়েছিল
তোমার আমার জন্য খুব কোন এক অণু-ছলে।
তারিখঃ মে ১৯, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,