ছিলে কি কখনও কোন ভুলে কোন অজানায় !
আগন্তকের মত খুব নিরুদেশ অচেনায়!
খুব দূরের কেউ একজন ভুল কোন পথিকের মত
জানার চেষ্টা, বুঝার চেষ্টা করেছি কি কখনও যত !
হঠাৎ কবে থেকে তাই খুব চেনায় খুব জানায়
প্রিয় অন্তরে ধারণ হয়ে আছো অসীম ক্ষমায়,
তাই ন্যায় অন্যায়ের সংজ্ঞা ভুলে
শুদ্ধ অ্ন্তরে যাকে নিয়েছি তুলে।
খুব সহজে খুব সাবলিলে-
অতি নিকটে অন্তর দিলে
উচ্ছলে পড়ে আজ তোমার যত মাধুরী দান
পূর্ণ করেছে আমার অন্তর, আমার ক্ষুদ্র প্রাণ।
তাই যে কেবলি পাই শুদ্ধ প্রাণের ঘ্রাণ
অতি নিকটে তুমি, অন্তর দিলে বারবার আসে তার প্রমান।।
তারিখঃ মে ০২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,