বেশ কয়েক দিন ধরে ভাবছি কেন ভাত, ডাল, মাছ, ভোট, অন্যের হকের অর্থ বিত্ত চুরি করতে হয়! যদিও এর ব্যাখ্যা অনেক আগেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছেন তাঁর ‘ দুই বিঘা জমি’ বিখ্যাত কবিতায়।
“ এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি–
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। “
ডিজিটাল যুগে এই ব্যাখ্যা যে যুক্তযুক্ত হবে না তা কিন্তু তিনি আঁচ করতে পারেন নাই, তাই আজকাল অভিনব অতি ডিজিটালে চুরির নানান কারুকাজ করে চোরের বড় জোড় গলা।
তবে আশার কথা যে নীলদর্পণ’ নাটকে দীনবন্ধু মিত্র লিখেছেন” আমি তখনি বলেছিলাম, কর্ত্তা মহাশয়, আর এদেশে থাকা নয়, তা আপনি শুনিলেন না। কাঙ্গালের কথা বাসি হলে খাটে।”
কাঙ্গালের কথা বাসি হলে খাটে, কথা সত্যি হবে একটা টর্নোডোর পরে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এ দেশে। মিথ্যা বেশি দিন শাসন করতে পারে না, এক সময় সত্য জেগে উঠে আর মিথ্যা বিদায় নেয় তবে সেটি ঘটে মর্মান্তিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে।
সত্য হরণের অভ্যুন্থ্যান এতটাই প্রকট যে তা শুধু বিস্ফোরণের অপেক্ষায়, যে কোন ধরণের বিস্ফোরণের অপেক্ষায়।
তারিখঃ জানুয়ারী ১২, ২০১৯
রেটিং করুনঃ ,