জনগনের শাসন বা দেশে গণতন্ত্র চাইলে কিছুটা মাথা নিচু নিচু করে চলতে হয়,
তাদের পড়নে থাকে এক ধরণের বারুদের ও অস্ত্রের পোষাক;
এটি জনগনের কোন পরামর্শ নয়, বরং ইতিহাস তাই বলে।
বহু পূর্বের ইতিহাস বলে – রাজা সীজারের বুকে জনগন ছুরি বসিয়ে দিয়েছিল,
মধ্য কালের ইতিহাসও তাই বলে ওরা সিরাজ-উদ-দৌলার বুকে ছুরি বসিয়ে দিয়েছিল।
একালেও তো দেখা গেল ঝুঁলিয়ে দিল জুলফিকার আলি ভুট্টোকে, সাদ্দাম হোসনকেও।
আকাশে হাওয়া হয়ে গেল জিয়াউল হক, ইরাণের রেজা শাহ পালিয়ে গেল রাতে উড়ো্জাহাজে।
গুলিতে ঝাঁঝড়া করে দিল বে-নজীর ভুট্টোকে, ইন্দিরা গান্ধিকেও, আর রাজীব গান্ধির দেহকে দিল ছিন্ন ভিন্ন করে।
বাদ পড়ে নি শেখ মুজিব, জিয়াউর রহমানও, ড্রেনে লুকিয়েও রক্ষা পায় নি কাগজে বাঘ গাদ্দাফীও।
মাথা উঁচু করে যারা চলে গণতন্ত্রের কথা বলে – এক সময় কেউ না কেউ তাদের শুইয়ে দেয় মাটিতে।
তারিখঃ ডিসেম্বর ২৯, ২০১৮
রেটিং করুনঃ ,