এ বিশ্ব ভুবন থেকে উজাড় করে
অমূল কিছু নেওয়া যায় কিনা জানা নেই
পেয়েছি যা তোমার থেকে, তোমার
উজাড় করা দান।
শ্রেষ্ঠ সব অনুভূতিতে গড়া কণায় কণায়।
প্রতিক্ষণ আমার অন্তর প্রাণ পায় তার প্রমাণ,
হৃদয়ে কম্পন, থর থর ভয়।
অপ্রকাশে এক অদ্ভুত চাওয়া
থাকে ঘিরে
ঘিরে রাখে, নিজেকে বন্দী দশায়,
মুক্ত হতে যত বাঁধা
সার মন জুড়ে যখন তুমি,
উজাড় করে করেছো দান, তাই-
নিমগ্ন হয়ে থাকতে হয় সারাক্ষণ
নিবিষ্ট মনে তোমার উজার করা দানে
মিশে গিয়ে নতুন এক আমি এর জন্ম
সকল ধ্যান ধারণা থেকে ভিন্ন।
বন্দী থেকে
তাই মুক্ত হতে চাই নি নিজেও।
এক ধারায় প্রসারিত হৃদয়ে
ধারণ করে চলেছি যতকাল।।
তারিখঃ ডিসেম্বর ১৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,