যে চোখে দেখা, সে চোখের চেয়েও
আরও উন্নত চোখে দেখতে চেয়েছি বারবার
মুঠিতে আনতে চেয়েছি জগতের সব সম্ভার।
মোঠেও অসম্ভব নয়, এমনই জন্ম তোমার !
মেঘের দল চলে তোমার ঈশারা পেলে
পাখিরা অরণ্য ছেড়ে যায় দূর আকাশে
আবার আসে ফিরে
নদীতে শান্ত ঢেউ, সমুদ্রে অশান্ত
পাহাড়ের দাঁড়িয়ে থাকা, ঝর্ণা ধারা ছুটে চলা
এ সবই হয় তোমার সুখে
তোমাকে সুখি রাখতে চেয়ে
ওদের যত কর্ম চাঞ্চল্যতা।
উন্নত চোখে তোমাকে দেখতে চেয়ে
দেখেছি তোমার কোমল হৃদয়, স্বচ্ছ হাসির ধারা
মুক্তা খচিত আলোতে মাখা মুখ
শান্ত দীঘির দুটি চোখ
ঢেউ খেলানো অরণ্য চুলের রূপ কথা
পরীরা যেখানে দল বেঁধে আসে।
বিশ্মিত হয়েছি বড় জগতের সব রূপ-রস ধারণ করে
বাকি জগতকে করেছো শুষ্ক, মরুভূমি, রুক্ষ।
কোন আকর্ষণের শক্তিতে আমাকে বন্দী করে
আমার শুধু একটি কাজে বেঁধে দিয়েছো জীবন প্রণালীতে
যেখানে শুধু তোমাকেই দেখে যাবে
জগতের সব সৌন্দর্য রূপ-রসে একাকার।
আজ দেখি তাই তোমার কাছে জগতের সব সৌন্দর্য সম্ভার।
পূর্ণ হয়েছে তোমাকে উন্নত চোখে দেখার,
সমাপ্ত হয়েছে উন্নত চোখে দেখার সেই বাসনার।
তারিখঃ নভেম্ভর ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,