” ধর্মে আছো জিরাফেও আছো” – কবি শক্তি চট্টোপাধ্যায়।
শক্তি চট্টোপাধ্যায় (জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৪ – মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি। ভারতীয় এই বাঙালি কবি বিংশ শতাব্দীর শেষ ভাগে বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন।
আজ ( নভেম্বর ২৫ ) সেই জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের ২৩ তম মৃত্যুৃবার্ষিকীতে কবির জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি।
কবি বুঝতে পেরেছিলেন নিজেকে তাই লিখেছেন জীবনের কথা –
” মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়
জন্মেই হাঁটতে হয়
হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে
একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি
পথ তো একটা নয় –
তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা
নদীর দু – প্রান্তের মূল ” – কবি শক্তি চট্টোপাধ্যায়।
অনেক অভিমান করে কবি লিখেছেন –
” যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো
যাবো
কিন্তু, এখনি যাবো না
একাকী যাবো না অসময়ে।।”- কবি শক্তি চট্টোপাধ্যায়।
আজও মনে হয় প্রিয় কবি এইতো কয়েকদিন আগে আমাদের মাঝে ছিলেন সেই প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের ২৩ তম মৃত্যুৃবার্ষিকীতে কবির জন্য আমাদের আবারও অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি।
ছবিঃ নেট থেকে সংগ্রহিত।
তারিখ: নভেম্বর ২৫, ২০১৮
রেটিং করুনঃ ,