যা মনে চায় তাই যে করে-
শিশু হিসাব জানে না যে
নাই জটিলতা, নাই কপটতা, শুধু অনাবিল হাসি রাশি
অনেক গভীর থেকে বেড়িয়ে আসে ভালোবাসি ভালোবাসি
এ কারণেই শিশুকে ভালোলাগা অধিক।
স্নিগ্ধ, নরম আলো, পবিত্রতার প্রতীক
আমি দেখি খুব
একটি শিশু রূপ
তোমার মাঝে একান্তে নিভৃতে
তখনই দেখেছি যত রূপ সৌন্দর্য পৃথিবিতে!
নিরাপদে করে তারা বসবাস
আমিও দেখি আমারও হৃদয় ভরেছে কেবলি সবুজ ঘাস।
নাই চিন্তা, নাই ভয়, তুমি নরম আলোর চাদ মুখ
নাই যাতনা, দাহন দুখ, মায়ের বুকের অনাবিল সুখ।
যেমন ইচ্ছায় তোমার শিশু মন নিয়ে অবিকল
তোমার চলাচলে পূর্ণ হোক আমারও চলাচল।
কখনও দেখায়, কখনও ভাবনায়, কখনও তোমার ক্ষমায়
আমি যেন পাই তোমাকে চিরদিন অসীম ভাবনার সীমানায়।
তারিখ: নভেম্বর ২৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,