হঠাৎ করেই আজ তোমার ফিরে আসায়
আলোর খেলা ঝলমল চারিদিকে আলোর উৎসব
আঁধারের পরে আলো আসে কথাটি সত্য হলেও
কখনও কখনও সত্য হয়ে উঠে না।
তেমনই যা থেকে যোতো নিভানো অথচ সত্য হলো।
আঁধারের পরে আলো।
আলোর উৎসব মেতে আর জানতে ইচ্ছা হলো না কেন
আঁধারে ঢেকে ছিলে! কেনই বা আলোর আড়ালে।
মনে আছে বেশ প্রথম দেখার দিনেই দখেছি
আলো মধ্য খানে যে আলো থাকে সেই আলো তুমি
যা কখনও নিভে না, খুব সংক্ষেপে কৃতজ্ঞতা যাকে বলে
সূর্য ঠিক কৃতজ্ঞতার উদাহরণে।
কোটি কোটি বছর ধরে বিলিয়ে চলেছে তাপ আর আলো
যা দিয়ে পৃথিবী সচল।
সেই আলো তুমি, আমার জীবনের সেই তাপ!
সূর্যের মত কৃতজ্ঞতার উপমায় তুমি।
আমাকে রেখেছো, সচল, সজীব প্রফুল্লতার মধ্য দিয়ে
দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া শুধু সামনের দিকে।
তারিখঃ অক্টোবর ৩১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,