মির্জা গালিব
(মির্জা আসাদুল্লাহ খান গালিব, শব্দ জাদুকর (১৭৯৭-১৮৬৯ সাল দিল্লী)
তিনি উর্দু ভাষার শ্রেষ্ঠ কবি হলেও ফারসি ভাষার প্রতি গালিব ছিলেন অত্যানুরাগী এবং এ ভাষায় তাঁর দখল ছিল ঈর্ষনীয়। উপনিবেশিক পরাধীনতার মাঝে গালিবের জন্ম।
শের শায়েরী
সে এলো আমার ঘরে কি ঈশ্বরের লীলাখেলা
আমি কখনো তাকাই ঘরের দিকে আর কখনো তাকাই তার দিকে।।
কিছু প্রেমিকার রঙিন ছবি, কিছু সুন্দরীর পত্রলিপি
আমার মৃত্যুর পর এই সব সম্পদ পাওয়া যাবে আমার ঘর থেকে।।
প্রেমের লুকানো তাপ কী নিদারুণ আহা হৃদয় পোড়াল যেন ধিকিধিকি জ্বলন্ত আগুন ছাই হয়ে নিভে গে…।।
আমার হৃদয়ে প্রেমের আগুন, বুক ভরে গেছে প্রেয়সীরশোকেএ ঘরে এমনই আগুন লেগেছে যা পোড়াল গোটা ঘরকে।।
মদিরা আসর হতে এমন তৃষনার্ত ফিরে এলাম কি না আমি!
আমি না হয় তওবা করেছিলাম, সাকির কী হয়েছিল!
জীবন তো এমনি কেটে যেত
কেন যে তোমার পথের কথা মনে পড়লো।।
ভাবনা আবার তোমার গলিতে যেতে চায়
বোধ হয় হারানো হৃদয়ের কথা মনে পড়েছে।।
এ ছিল না আমার কিসমত, বন্ধুকে পাব মিলনে
বহুকাল বেঁচে থাকলে প্রতীক্ষাই সার এ জীবনে।।
আশা নেই প্রশংসাতে পরওয়া করি না পুরস্কার
আমার শেরের মানে কঠিন বলো সে তো তোমাদের অধিকার।।
তারিখ: অক্টোবর ২৬, ২০১৮
রেটিং করুনঃ ,