ভাবনার সকল সীমানা ছাড়িয়ে।
যখন আসলে হৃদয় কাঁপিয়ে,
সেই থেকে তুমি বিশ্ময়ের বিশ্ময়!
যেন এক অনাবিষ্কারিত এক হৃদয়।
গভীর পাহাড়ে, গুহা খুড়ে খুড়ে-
পাথর কেটে কেটে এক রহস্য পুরে,
সেই খানে তোমার হৃদয়ের ঠিকানা
যা ছিল এক রাজ্য সকলি অজানা।
রহস্যে ঘেরা সকলি অনাবৃিত, আমি যেন আগন্তক
বহু সাধনায় পথ খুলে দেখি সামনের পথ অতি ভয়ানক।।
তবুও অবশেষে তোমার সরল মনের কোণে
পেয়েছি একটুকু ঠাঁই, সেখানেই হাজার স্বপ্ন বোনে।।
ঘর আলো করা পরী বেশে
সুখের প্রচ্ছন্ন ভুবন দেশে,
তুমি ভালোবেসে-
জীবনের অবশেষে,
হৃদয় আকাশে নীড় হয়ে-
একটি নদী হয়ে যাও বয়ে,
অতৃপ্ত বাসনা ফুরিয়ে হোক ম্লান
কঠিন সাধনায় যা পেয়েছি সকলি হোক তোমারি দান।
দিতে তোমাকে উচ্চ সন্মান
তোমার হৃদয়ে ঠাঁই পাওয়া আমার এ প্রাণ।।
তারিখঃ অক্টোবর ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,