বিষাদের একটি বাঁশি ধরিয়ে দিল তোমার ঠোঁটে
তখন থেকে আনন্দ. উচ্ছ্বাস প্রস্থানে, বিষন্নতা জোটে-
ধীরে ধীরে বাঁশীর করুণ সুরে
তমসা, ছমছম স্যত স্যতে দুঃখি ভাব আসল প্রাঙ্গণ জুড়ে!
চাই নি এমনটা, শুধু প্রফুল্লতায়, মাধুরীর বাঁধনে বাঁধা পড়ে
ঠোঁট বাঁকা হাসি রাশি রাশিতে বসবাস একসাথে নির্জন একা ঘরে
নানান ভাবনায়, রটনায় থাকাবে না কেউ
হৃদয় জুড়ে কেবল উত্তাল ঢেউ।
কথা ছিল শান্ত হবো, ক্ষাণিক ক্ষণ নিথর থেকে
আবার চলাচলে এক পথে এক দৃষ্টে এঁকে বেঁকে।
বিষাদের বাঁশি সরিয়ে নিয়ে তোমার ঠোঁটে
একটুকু ঠাঁই দিও সেখানে, বাসনার ফুল যেন অবিরাম ফোটে।
আসে যদি তাতে সুখ-বেদনা, শান্তি রুক্ষতার সুর
থেকে যাই তবে একসাথে বিষাদের বাঁশি হয়ে যাক দূর।
আলো ঝলমল আবারও আসুক হারানো সেইসব দিন
দিন ফিরাতে ঋণী হলেও শোধ করে যাবো একসাথে সব ঋণ।
তারিখঃ অক্টোবর ২৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,