আলোকিত পৃথিবীতে হঠাৎ করে আঁধার নামাও
কি এক অললৌকিক শক্তিতে!
আঁধার হয়ে আসে চারিধার সাথে আমার হৃদয়ও
কি ব্যথা, কোন কষ্ট হৃদয়ে ধারণ করে আজ
চারিদিকে আঁধার নামালে!
পুষ্প বনে সদ্য ফোটা পুষ্প দেখব কিনা !
ঝর্ণা ধারার উচ্ছ্বাস, ছোট্ট নদীতে শিশুদের উম্মাদনার সুখ
শিউলি ফোঁটার ক্ষণের সুগগ্ধীতে মেশানো ঘাসের উপর শুভ্র বিছানা।
বড় ভয় জাগে মনে হঠাৎ পৃথিবী পাল্টায় কেন তুমি !
সেই একজন তুমি পাল্টালে তো আমার সব কিছু পাল্টিয়ে যায়!
মূহুর্তে হয়ে পড়ি হত-দরিদ্র, একজন নিঃশ্ব সব হারিয়েছি যেন!
যে রত্ব সম্ভারে তুমি! ঠিক আছো কিন্তু অবিকল
খুব ধীরে চলা, গম্ভীরতা কঠিন নীরবতা
আষাঢ় শ্রাবণের মেঘ যেমন ছেঁয়ে ফেলে আকাশকে
তুমিও তেমন কনে ছেঁয়ে ফেলেছো নিজেকে।
বরষায় এমনটি হয় জানা থাকে
অথচ কোন ব্যথা কোন কষ্ট নিজে ধারণ করে
আমাকেই করেছো ম্লান।
আমি আজ বড় প্রফুল্লতা চাই, মাধুরী মেশানো তোমার ঘ্রাণ
আমাকে দেওয়া তোমার সেই সজীবতা ভরা প্রাণ,
ঢেউ খেলনো চুল ভরা অরণ্য বনে,
হারিয়ে যাওয়ার একটুকু ঠাঁই
শান্ত দীঘির চোখ জোড়ায় ডুবে থাকার
একটুকু আশ্রয়।
মিশে থাকার বাসনা!
এ হৃদয় কখনও কোথাও হবে না বিক্রয়।।
অতীতে যা একবার ক্রয়
নাই বদল, কোন ধকল এটাই সত্য পরিচয়।।
তারিখঃ অক্টোবর ২৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,