পানির জন্য পাখি যদি ছটপট করে
তার আছে পাখা, কিছুটা দূরের পথ হলে
পানির সন্ধান পায় সে।
আমার তৃষ্ণা ছটপট করার
অর্থটা জানা; পাখি হতে না পারা।।
দূর্গম গুহা ভেদ করে অনেক গভীরের
পথ দেখালে, দূর্গম জয়ের দুঃসাহস
শক্তি ও জ্ঞানও দিলে বটে
তোমার অন্তর জয়ে-
যদি চোখের পলকে পাখি হওয়ার শক্তিটা দিতে
দূর্গম গুহা ভেদ করে ঠিক গভীরের ওপারে পৌঁছিযে যেতাম
কিছু কথা, কিছু নিঃরবতা, চোখে চোখ রাখা
এর বেশি তো চাইবার কিছু ছিল না কখনই!
চাওয়া যখন খুব অল্প, ক্ষুদ্র!
তখনই যেটা খুব তীব্র।
একটু ক্ষদ্র ক্ষণ না দেখায়
তীব্র থেকে আরও তীব্রতরও হয়ে
অযুত বছর গড়েছে নিমিষ।।
তারিখঃ অক্টোবর ১৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,