একদিন সৌভাগ্যবতী করে যাবো এ আমার করুণ প্রতিজ্ঞা পণ
ফিনিক্স পাখির কাছে আমিও শিখেছি ছাই ভশ্ম থেকে যে ভাবে উড়ে
তোমাকেও উড়াবো, তোমার মায়াবী চোখে, হৃদয় জুড়াবো
একটি ভালোবাসার কুঠিরে ঠিক উর্ধ্বে রেখে যাব তুলে
লোক-কথা, রটনা কলঙ্ক যত মুছে একটি চাঁদ উপমায়
বাঁধাই করে রেখে দিব সেখানে স্বচ্ছ আলো জেগে উঠে
কোন প্রাচীন প্রাচীরের কোণায় একটি কাঁটা লতা বা অশ্থ বৃক্ষের মত!
বেশিটাই সরল রেখায়, ক্ষানিক বক্র রেখার ঢেউ খেলানো একটি জীবন দিয়ে যাবো
সুখে দুখে মোড়ানো, প্রফুল্লতায় রুক্ষতায় যেমন রাতের আকাশে তারারা মিশে তেমন!
কখনও ভুলে কখনও শুদ্ধে জীবন চলাচলে আমাদেরই দর্পণ।
আলোকিত করে যাবো তোমাকে, যদি নিজেকে আঁধার মনে হয়- রাখবো কথাটি-
তোমার যতটুকু জ্ঞান, প্রভা, দৃঢ়তা সব জড়ো করে একখানে
তোমার জন্য তৈরী করে দিব উপরে উঠার একটি শক্ত সিঁড়ি,
একদিন আমাকেও পাবে সেখেনে তোমার সহযাত্রী হয়ে।
ঐশ্বর্য্যবতী করে রেখে যাবো তোমার মাধুরীরতায়, সৌন্দর্যে কোমল কথায়।
শিশুর ভাবনা যেমন খেলা করে তার কোমল শরীরে খেলায় ঠিক তেমন
যেখানে ধন দৌলত রাস্তায় পড়ে থাকা আবর্জনার মত।
ঐশ্বর্য্যবতী ও ঐশ্বর্য্যবান নিজেদের খুব কাছাকাছি।
প্রতিজ্ঞা পণ ভাঙ্গে; তবে –
করুণে গড়া প্রতিজ্ঞা পণ কখনও আর ভাঙ্গে না।।
তুমি করুণাময়ী হয়েও, শুধু করুণাময়ী।।
তারিখঃ অক্টোবর ১৫, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,