গোঁফ খেজুরেঃ এটি প্রবাদ বাক্য – অর্থ নিন্তাতই অলস, জানার দরকার ছিল কিভাবে গোঁফ খেজুরে কথাটা আসলো ! অলসতার সাথে গোঁফ আর খেজুরের কি সম্পর্ক !!
গোঁফওয়ালা এক ব্যক্তি খেজুর গাছের নিচে শুয়েছিল বিশ্রাম নিচ্ছিল, অলসের যা কাজ, সেখানে সেখানে শুয়ে থাকা। ঠিক ঐ সময় খেজুর গাছ থেকে একটা পাকা খেজুর হঠাৎ তার ঠিক মুখে না পড়ে গোঁফের উপর পড়ল। তার পাকা খেজুরটি খাওয়ার জন্য শুয়ে থেকেই খুব লোভ হচ্ছিল অথচ একটু কষ্ট হবে তা এড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল কোন পথচারী যদি তার মুখে পাকা খেজুরটি ঢুকিয়ে দিত ! তার কষ্ট করাও হয় নি আর খেজুর খাওয়াও হয়, গোঁফের খেজুর গোঁফেই ছিল মুখে আর যায় নি।
এবার দেখুন অলস বিষয়ে আর এক প্রবাদ বাক্য- “বিয়েতে হা, বাবাতে না”
মন দিয়ে ভাবলেই বুঝা যাবে আসলে কোন ক্যাটগরীর অলস !
পাড়ার সবাই জানে, পরিবারেরও সবাই জানে যুবক ছেলেটা আসলে কত্ত অলস ! কোন পরিশ্রমের মধ্যে নেই, অলসের যা কাজ সেখানে সেখানে শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা। পরিবারের লোকজন অনেক ভেবে একটা উত্তম উপায় বের করলো তার শুভ বিবাহ দিলেই তার অলসতা দূর হয়ে যাবে যদি একেবারে পরীর মত সুন্দরী বউ জুটিয়ে দেওয়া যায়, অভিভাবকগন তাই করলেন ! পরীর মত সুন্দরী মেয়ে ঠিক করে ফেললেন কিন্তু অলস যুবকের এক কথা বিয়েতে রাজি কিন্তু বাবা হওয়ার প্রক্রিয়ায় যেতে রাজী না, বড় পরিশ্রম হবে তাতে, ধকল যাবে তাতে!!!
তারিখ: অক্টোবর ১৩, ২০১৮
রেটিং করুনঃ ,