চোখের আড়ালে গেলে, অনেকে মনেরও আড়ল হয়-
অনেকের জন্য সত্য হলেও তা তোমার জন্য নয়
সকল থেকে বিপরীত তুমি।
ভিন্ন তুমি। তাই আড়ালে তুমি অধিক উজ্বল, সু-ষ্পষ্ট।
চোখ চোখ রাখার বাসনায় মনে নামে ঝড়ো-বাতাস
সাইক্লোনের তান্ডব।
আঁধারের অরণ্য ভূমি গড়ে উঠে নিমিষে সারা অন্তর মনে-
চোখে-মুখে, মুখোমন্ডলে শোকের ছাপ।
আড়াল করি কষ্টে, অতি কষ্টে-
কলিগরা ভাবে পারিবারিক।
পারিবারিকরা ভাবে কর্ম-স্থলের বাড়তি চাপ, ব্যবসায়িক ক্ষতি।
চোখের আড়ালে গেলে তুমি-
মনে কষ্টের পাথর কি বিক্ষিপ্ত ভাবে নিক্ষিপ্ত হয় !
সেই সব মুখোমন্ডলে শোকের ছাপ, বাড়তি চাপ, ক্ষতি
তীব্র কষ্টকর !
পুরা না পুড়িয়ে, খুব ধীরে ধীরে পুড়ালে যে জ্বালা ঠিক সেটাই।
অথচ চোখ চোখ রাখার সুযোগটুকু দিলে বরং
মুক্তি পেতে পারি সকল দহন, জ্বালা, তীব্র কষ্ট থেকে আমি।।
তারিখঃ অক্টোবর, ০৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,