” হও তুমি ছোট্ট্ ফুল বা একাকি, কেমন তোমার একাকিত্ব !
ফুলের কাতারে তুমি
বড় পরিচয় ফুল তুমি
হয় তো কেউ রাজ বাগানে, জাতিয় উদ্দ্যানে
ছোট্ট বাগানে, পথের ধারে অথবা জঙ্গলে
ফুল পরিচয়ে তুমি ফুল!
ভালোবাসার ফুল, প্রিয় ফুল নিবেদনের ফুল। ”
বাহির থেকে যে মানুষ দেখতে ফুল রূপে
সেই মানুষের ভিতরে কত দুঃখ, জ্বালা, দহন
বিষাক্ত পদার্থ, বদ চিন্তা। আলো, শান্তির ধারা-
তা বুঝে নেওয়াটা সবচেয়ে কঠিন।
সব ফুলকে ফুল হিসাবে বিবেচনা করলেও,
সব মানুষকে সমাজ
মানুষ হিসাবে বিবেচনা করে না।
তারপরও ফুল যেমন খুব প্রিয়, মানুষও তেমন আমাদের খুব প্রিয়,
একাকিত্বে শত্রু মানুষও বড় আপন হয়ে উঠে।
একাকিত্বে আপন পরের মধ্যে কোন রেখা থাকে না,
মনের পলতে দপদপ করে আগুন জ্বলা শুরু হওয়ার সময়েই
শত্রু মানুষ বন্ধু মানুষ নির্বচনে জ্ঞান বুদ্ধি লোপ পায়।
তারিখ: অক্টোবর ০৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,